শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪ : স্প্যানিশ লা লীগায় শক্তিশালী বুধবার মালাগার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। এই ম্যাচে নেইমার ও মেসির খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন উভয় তারকাই। নেইমারকে একটা সময় কোচ তুলে নিলেও মেসি খেলেন ম্যাচের শেষ পর্যন্ত।
তবে ম্যাচের শেষ দিকে গিয়ে আক্রমণের ধার বাড়ায় বার্সা। আর মালাগা বার্সেলোনার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তখন উত্তেজনা ছড়িয়ে পরে খেলোয়াড়দের মধ্যেও।
এ সময় মালাগার খেলোয়াড় ওয়েলিংটন টুটি চেপে ধরেন মেসির। শুধু চেপে ধরেই ক্ষান্ত হননি তিনি, মেসিকে টুটি চেপে ধরেই মাটিতে ফেলে দেন ধাক্কা দিয়ে। ডি বক্সের মধ্যে এমন ঘটনায় সবাই লাল কার্ড ও পেনাল্টি আশা করলেও সবাইকে অবাক করে দিয়ে রেফারি হলুদ কার্ড দিয়ে ওয়েলিংটনকে সতর্ক করে দেন।
ভিডিও : http://www.youtube.com/watch?v=7-HFfu6cGo0
London Bangla A Force for the community…
