ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / বন্ধ করে দেওয়া হয়েছে সমকামীবান্ধব মসজিদটি

বন্ধ করে দেওয়া হয়েছে সমকামীবান্ধব মসজিদটি

২৩ সেপ্টেম্বর ২০১৪: বন্ধ করে দেওয়া হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে স্থাপিত বিতর্কিত বিশ্বের প্রথম সমকামীবান্ধব মসজিদ। সত্র: বিবিসি  ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সমকামিতাকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয় বলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার জন্য নামাজ পড়তে মসজিদে প্রবেশের ব্যাপারে মুসলমান সমকামীদের বিরুদ্ধে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাকে একরকম উপেক্ষা করেই দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গত শুক্রবার চালু হয় বিশ্বের প্রথম সমকামীবান্ধব মসজিদ। পুরুষদের পাশাপাশি নারী সমকামীরাও মসজিদটিতে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। মসজিদটিতে সমকামীদেরও প্রবেশাধিকার দিয়েছে একটি মুসলিম একাডেমি। স্থানীয় মুসলমান সম্প্রদায়ের একটি অংশের কাছ থেকে অব্যাহতভাবে পাওয়া প্রাণনাশের হুমকি ও তীব্র সমালোচনার তোয়াক্কা না করেই এই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মসজিদটির প্রতিষ্ঠাতা জনৈক তাজ হাগ্রে বলেন, এই ‘উন্মুক্ত মসজিদ’টিতে নারীরা নামাজের নেতৃত্বও দিতে পারবেন। ক্রমবর্ধমান ইসলামিক প্রগতিবাদকে প্রতিহত করতে মসজিদটি কাজ করবে জানিয়ে তাজ হাগ্রে বলেন, ‘শুধু সংস্কারমুক্ত মানুষের জন্যই এই মসজিদ খুলেছি আমরা, সংকুচিত মনের মানুষদের জন্য নয়’। বিতর্কিত এই মসজিদটি চালু হওয়ার দুইদিনের মাথায় দক্ষিন আফ্রিকার স্থানীয় কাউন্সিল মিউনিসিপ্যাল আইন ভঙ্গের কারণ দেখিয়ে মসজিদটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। কেপ টাউনের স্থানীয় কাউন্সিলর গ্যানিফ হ্যানড্রিক বলেন, প্রথমত এটি একটি আবেগপূর্ন ব্যাপার, শুধু যে মুসলিম কাউন্সিলররা এর প্রচন্ড প্রতিবাদ জানিয়েছেন তাই নয়, তাছাড়া মসজিদটি স্থাপনে মিউনিসিপ্যাল আইন মানা হয়নি, একটি ওয়েরহাউজকে মসজিদে রূপান্তর করা হয়েছে যেখানে না আছে স্বাস্থ্য নিরাপত্তা না আছে কার পার্কিং-এর ব্যবস্থা। স্থানীয় মুসলিমরা মসজিদটির প্রতিষ্ঠাতা তাজ হাগ্রেকে ‘বদমাশ’ হিসেবে নিন্দা জানালেও তাজ হাগ্রে বলেন আমি ধর্মকেই অনুসরন করেছি।

সূত্র: http://www.bbc.com/news/world-africa-29328196