রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪ : যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে রাস্তা উদ্বোধন হবে আজ রবিবার। ইতিমধ্যে রাস্তায় “Honorary Ziaur Rahman Way” নামফলক লাগানো হয়েছে।
আজ স্থানীয় সময় বিকাল তিনটায় শিকাগো সিটি হলে আনুষ্ঠানিকভাবে রাস্তার নামফলক উদ্বোধন করা হবে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, গত ২৮ মে ‘জিয়াউর রহমান ওয়ে’ বিলটি শিকাগো সিটি হলে পাশ হয়। সিটি কাউন্সিলের ৫০ জন সদস্যের ৪৮ জনই এতে সমর্থন দেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছেন। এছাড়া বর্তমানে লন্ডনে সফররত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও যোগ দিতে পারেন।
উল্লেখ্য, এর আগে ১৯৯৭ সালের ১০ অক্টোবর স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে একটি রাস্তার নামকরণ হয়। শিকাগোতে গান্ধী ও জিন্নাহ’র নামেও রাস্তার নাম রয়েছে। শিকাগো শহরের ৬৮০০ নর্থ এবং ৬৬০০ নর্থের ওপরে ক্লার্ক স্ট্রিটের কিছু অংশ ‘জিয়াউর রহমান ওয়ে’ হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে নামকরণ হলেও এসব রাস্তার পুরনো নাম বা নম্বর বহাল থাকে।