সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভিসিকে প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি। একই সঙ্গে এই নিয়োগ পুনর্বিবেচনার জন্য প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। ভিসি হিসেবে খালেদা একরামকে নিয়োগের দুদিন পর শনিবার শিক্ষক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ সভার পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। প্রেসিডেন্টকে আমরা অনুরোধ জানাচ্ছি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে। নিয়োগ পাওয়া ভিসি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পান ১৯৭৫ সালের অক্টোবর মাসে। অধ্যাপক হন ১৯৯৫ সালের এপ্রিলে। বুয়েটে জ্যেষ্ঠতার ভিত্তিতেই ভিসি নিয়োগ করা হয়। খালেদা ইকরাম ক্ষেত্রে সেটি করা হয়নি। জ্যেষ্ঠতার ভিত্তিতে ২৬ নম্বরে থাকা তাকে কেন নিয়োগ দেয়া হলো প্রশ্ন রাখেন শিক্ষকরা? এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবেন কি না-এমন প্রশ্নে জবাবে জয়নাল আবেদিন বলেন, সামনে ভর্তি পরীক্ষা, তাই এখনই কোন কর্মসূচিতে যাচ্ছি না। আমরা আশা করবো, সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুয়েটের ঐতিহ্য রক্ষা করবে। তা না হলে পুনরায় শিক্ষকরা বৈঠক করে কর্মসূচি বা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত ৩১শে আগস্ট ভিসি অধ্যাপক এস এম নজরুল ইসলামের মেয়াদ শেষ হলে গত বৃহস্পতিবার স্থাপত্যবিদ্যার এই অধ্যাপককে নিয়োগ দেয় সরকার। খালেদা একরামই বুয়েটের প্রথম নারী ভিসি।
London Bangla A Force for the community…
