১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার : জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সকালে এ আদেশ দেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার চতুর্থ দিনে শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। ওই দুটি মামলায় গত ১৯শে মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এ দুই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং বিচারক নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ই মে দুটি রিট করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি নিয়ে ২৫শে মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠানো হয়। ১৯শে জুন ওই একক বেঞ্চ রিট দুটি খারিজ করেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। পরে লিভ টু আপিল করা হয়। ৪ঠা সেপ্টেম্বর লিভ টু আপিলের শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এডভোকেট এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন এডভোকেট মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন খুরশীদ আলম খান।