মঙ্গলবার দুপুরে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বয় সভা শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাথে যৌথভাবে দুর্নীতিবিরোধী কাজ করার কথা জানিয়েছেন। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ তৃণমূল পর্যায়ে দুর্নীতি কমাতে দুর্নীতি করবো না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিশনার নাসির উদ্দিন আহমেদ জানান, টিআইবির ৫ বছর মেয়াদী বিবেক প্রোগ্রামে একসঙ্গে কাজ করবো। টিআইবির সব ইয়েস ও সনাক কমিটি আমাদের মিটিংগুলোতে আসবে। বিভিন্নভাবে আমাদের যেসব সিপিসি কমিটি আছে তাদের সঙ্গে কাজ করবে। দুর্নীতি প্রতিরোধে আমরা সমন্বিতভাবে কাজ করবো। সভায় বক্তারা দুর্নীতি হ্রাস করতে বিভিন্ন পর্যায়ের নেতাদের সোচ্চার হতে ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।