সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদনটি ফেরত দেন। আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আইনজীবী করিম ফিরোজ সাংবাদিকদের বলেন, এক বিচারপতি ব্যক্তিগত অসুবিধার কারণে আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে ফেরত দেন। তাই এখন অন্য বেঞ্চে আবেদন নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি তানভীর রহমানের বাবা জামিন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেন। এরপর ১৩ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই দিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানির এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে আবেদন করতে বলেন। এর ধারাবাহিকতায় হাইকোর্টের এই বেঞ্চে জুলাইয়ের শেষ সপ্তাহে আবেদনটি উপস্থাপন করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের ভাড়ার বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। সেসময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ধরা পড়তেই হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, ৪৮ ঘণ্টার মধ্যেই যেন দেখতে পাই এ ঘটনার হোতা কারা। তাদের যেন ধরা যায়।