৬৭ বছর বয়সে এসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ব্যাপারটি শুনে মন্ত্রিসভার বৈঠকে বেশ খুশিই হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বরের ৫ তারিখে মন্ত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।
তবে বিষয়টি নিয়ে মন্ত্রী বা তার সহকারি এখনই বিস্তারিত জানাতে নারাজ।
বর্তমানে ন্যাম ভবনের একটি ফ্লাটে বসবাস করছেন মুজিবুল হক।
তবে নবদম্পতির জন্য মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় একটি বাসা বরাদ্দ করতে ইতিমধ্যেই গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুত্র জানায়, প্রধানমন্ত্রী হাস্যজ্জ্বল মুখে মুজিবুল হককে বলেছেন, ‘যাক, এতদিন আপনি ছিলেন শুধুমাত্র একটি ইঞ্জিন। এবার আপনার কপালে বগিও জুটে যাচ্ছে।’
রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে সংক্রান্ত বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিকভাবে বেশ কিছুক্ষন আলোচনা চলে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য মন্ত্রীরাও অংশ নেন বলে মন্ত্রিসভার একাধিক সূত্র নিশ্চিত করেছে।
তিনবার সংসদ সদস্য নির্বাচিত মুজিবুল হক পেশায় একজন আইনজীবী। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন।
London Bangla A Force for the community…
