ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ওপর ইসরাইলের ৫০ দিনব্যাপী বর্বর আগ্রাসনের অবসান ও মিশরের রাজধানী কায়রোয় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সইয়ের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নেতানিয়াহু গাজা দখলের হুমকি দিলেন।
হামাসকে নিরস্ত্র করার দাবি নিতান্তই অনর্থক ও বাগাড়ম্বর বলে প্রতিরোধ আন্দোলনটি উড়িয়ে দেয়ার পর এ হুমকি দিয়েছেন তিনি। যুদ্ধবাজ এই নেতা বলেন, হামাসকে উৎখাত করা এখনো ইসরাইলের এজেন্ডার শীর্ষে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ঠিক করতে হবে- তারা তেল আবিবের সঙ্গে শান্তি না হামাসকে বেছে নেবে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে নেতানয়িাহু বলেন, আঞ্চলিক কতকগুলো ইস্যুর জন্য তারা এ চুক্তি করেছেন। তিনি দাবি করেন, ইসরাইলের দোর গোড়ায় আইএসআইএল, গোলান মালভূমিতে আল-কায়েদা এবং লেবানন সীমান্তে রয়েছে হিজবুল্লাহ। এ অবস্থায় এসব ইস্যুর দিকে বেশি মনযোগ দিতে হচ্ছে। নেতানিয়াহু বলেন, আমরা ৫০ দিন যুদ্ধ করেছি, আরো ৫০০ দিন যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে।