ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / গণজাগরণ কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায়: ইমরান এইচ সরকার

গণজাগরণ কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায়: ইমরান এইচ সরকার

imageগণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতরাত আটটার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেছেন, ছাত্রলীগ- যুবলীগ কর্মীরাই এ হামলা চালিয়েছে। তিনি বলেন, ২৬শে মার্চ লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে, ইসলামী ব্যাংকের অর্থ অনুদান নেয়ার প্রতিবাদ করার পর থেকেই, ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশ মঞ্চের কর্মীদের হুমকি দিয়ে আসছিলো। গতকাল তারা শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীদের বসার চেয়ার দখল করে নেয়। মঞ্চের কর্মীরা চেয়ার ফেরত চাইতে গেলেই হামলার ঘটনা ঘটে। ইমরান এইচ সরকার জানান, ঘটনার পর মামলা করতে গেলে শাহবাগ থানা মামলা নিতে অস্বীকার করে। এসময় পুলিশের সামনেই মঞ্চের কর্মীরা দ্বিতীয় দফা হামলার শিকার হন। পরে রাতে আটজনকে আসামি করে, শাহবাগ থানায় একটি মামলা করে গণজাগরণ মঞ্চ। এই হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় শাহবাগে প্রতিবাদ সমাবেশেরও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

2 comments

  1. গণজাগরণ মঞ্চের কর্মীদের সাথে ছাত্রলীগ- যুবলীগ কর্মীদের মধ্যকার মারামরি সন্তুষ্টজনক হয়নি । যার ফলে আমারা প্রতিযোগিতামূনক খেলা দেখে থেকে বঞ্চিত হয়েছি । আমারা প্রতিযোগিতামূনক খেলা দেখে আপেক্ষা আছি ।