সিলেটের মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে শিল্পপার্কের স্থাপনা নির্মাণ শুরু করেছে পোশাক খাতের কোম্পানি ডিবিএল গ্রুপ।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া ১৬৭ দশমিক ৬ একর জমিতে মোট ৬৫০ মিলিয়ন ডলার (৬৫ কোটি ডলার) বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছে ডিবিএল গ্রুপ।
এতে ওই শিল্পপার্কে মোট ১০টি শিল্প ইউনিটে অন্তত ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
London Bangla A Force for the community…
