ব্রেকিং নিউজ
Home / কার্টুন / ‘বোরকা পরা আফগান নারী মেসি’ : ‘তালেবানরা আপনার কল্পনার চেয়েও বেশি জঘন্য।’

‘বোরকা পরা আফগান নারী মেসি’ : ‘তালেবানরা আপনার কল্পনার চেয়েও বেশি জঘন্য।’

 

কার্টুনচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করাই যেন ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর কাজ।

ধর্মীয়, রাজনীতি, অর্থনীতি নিয়ে কার্টুন বানিয়ে প্রায়শই নিন্দার ঝড়ে পড়ে এ ম্যাগাজিনটি। তবে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল না তারা।

এবার এক কার্টুন প্রকাশ করে আলোচনায় ফিরেছে শার্লি এবদো। তবে ধর্ম বা রাজনীতি বিষয়ক সংবেদনশীল ইস্যু নিয়ে নয়। এবার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তালেবান ইস্যুকে জড়িয়ে কার্টুন আঁকল ম্যাগাজিন শার্লি এবদো।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে।

সাম্প্রতিক সময়ের দুই ট্রেন্ডিং ইস্যু- বার্সা ছেড়ে মেসির পিএসজিতে যোগদান ও আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল।

এই দুই ট্রেন্ডিং ইস্যুকে এক করে কার্টুন বানিয়েছে শার্লি এবদো। বিতর্কিত কার্টুনটিতে দেখা যাচ্ছে- বোরকা পরা তিন আফগান নারী। তিনজনের বোরকাই পিএসজির নীলরঙের। বোরকার সঙ্গে পিএসজির যোগসূত্রিতার বিষয়টি আরো স্পষ্ট করেছে তারা। যেখানে দেখানো হয়েছে, বোরকায় মেসির নাম আর পিএসজিতে তার জার্সির ৩০ নম্বরটাও ছাপা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘তালেবানরা আপনার কল্পনার চেয়েও বেশি জঘন্য।’

এমন কার্টুন এঁকে আফগানিস্তানে তালেবান শাসনামলে নারী স্বাধীনতা ও নারী ফুটবলারদের খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা প্রকাশ করতে চেয়েছে শার্লি এবদো।

দেশটির নারী মেসিদের ভবিষ্যৎ কী হবে? সে প্রশ্ন রেখেছে ফরাসি ম্যাগাজিনটি। তবে কার্টুনটি নিয়ে সমালোচনা চলছে নেটদুনিয়ায়।