ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / নোয়াখালীর বেলালকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়

নোয়াখালীর বেলালকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়

brave-boyনোয়াখালীর বেলাল নামের এক কিশোর নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাপ দিয়ে একটি হরিণ শাবকের জীবন রক্ষা করেছে।এনিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশি কিশোরের বিস্ময়কর সাহসিকতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী অঞ্চলে একটি হরিণ শাবক তাদের দল থেকে হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার ছিল। বেলাল ও তার কয়েকজন বন্ধু এ ঘটনাটি দেখে। তবে কেউ এগিয়ে না আসলেও বেলাল নদীতে ঝাঁপ দেয়।
এসময় নদীর জোয়ারের পানির মধ্যে ডুব দিয়ে এক হাতে হরিণ শাবক নিয়ে আস্তে আস্তে তীরে চলে আসে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা ভাবছিলাম হয়ত বেলাল আর ফিরে আসবে না।
তবে মজার বিষয় হচ্ছে ওইসময় হাসিবুল ওয়াহাব নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। তিনি কৌতুহলবশত এই ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন। পরে বেলাল হরিণ শাবকটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।

14 comments

  1. Md.Mosharef Hossain

    Good good good

  2. খুব ভালো লাগলো।

  3. A real hero….a good example of man kind…..god bless him…those who serving the creatures …he is serving god…….

  4. My home toun in Noakhali. So i proud for his brave.

  5. He is a real hero & great hearted person……….

  6. salute from the core of heart Belal , the real hero…..

  7. good belal…..

    Belal ar moto sobar mone valobasa taka dorkor ar moto boy ra akdin desh ta k sondor kore sagate parbe…..
    amdar sobar mone Belal ar moto valovasa ar shoshikta taka dorkar.
    may allah bless you BELAL…..ALLAH tomake valo rakuk…

  8. I would like to do something nice for this boy, at least send him fan mail. Does anyone know how I can get in touch with him?

  9. He is an extra-ordinary boy. I am impressed.

  10. As a Muslim i am appreciate for that

  11. সংবাদটা পুরাপুরি সঠিক না, সঠিক সংবাদ হল ”পরে বেলাল হরিণ শাবকটি নিঝুম দ্বীপের জংগলে ছেড়ে দিয়েছে” নিঝুম দ্বীপটা হল নোয়াখালীর হাতিয়া উপজেলাতে যেখানে কয়েক হাজার হরিণ আছে। ধন্যবাদ

  12. really bold man. wish your good luck.