ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / সংসদে মহিউদ্দিন খান আলমগীরের ক্ষমা প্রার্থনা

সংসদে মহিউদ্দিন খান আলমগীরের ক্ষমা প্রার্থনা

imageজাতীয় সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ‘স্পিকারের বদলে ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

আলোচনায় তিনি একাধিকবার ‘ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করে বক্তব্য রেখেছেন। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মহিউদ্দিন খান আলমগীরকে সর্তক করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য সংসদ চলাকালে স্পিকারের আসনে ‘স্পিকার’ বা ‘ডেপুটি স্পিকার’ যেই থাকুক না কেন তাকে ‘স্পিকার’ বলে উল্লেখ করে বক্তব্য রাখতে হয়। এটাই নিয়ম।’

এরপর মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘মাননীয় স্পিকার ‘স্পিকার’ এর বদলে ‘ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করে আমি ভুল করেছি। এ বিষয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। ভুল হয়েছে। আমাকে ক্ষমা করবেন।’