মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের বিরোধী দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতা নরেন্দ্র মোদীর ভাষণ মনোযোগ দিয়ে শোনেন!
বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এমনই একটি বানানো ছবি। তাতে দেখা যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা মোদীর বক্তব্য বেশ মনোযোগ দিয়ে শুনছেন।
বুধবার ভারতের এনটিভি জানায়, ফটো এডিটিংয়ের কৌশল ব্যবহার করে এরকম একটি ছবি ফেসবুক, টুইটার, ব্লগসহ ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাড়া হয়েছে।
ছবিটির নিচে ক্যাপশনে বলা হয়েছে, “এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন।”
মূলত ওবামার যে ছবিটি এডিট করে মোদীকে যুক্ত করে ছাড়া হয়েছে সেই আসল ছবিটি তোলা হয়েছিল ২০১১ সালের জানুয়ারিতে।
আসল ওই ছবিতে দেখা যায়, ওবামা হোয়াইট হাউসে টেলিভিশনে সম্প্রচারিত মিশরের সে সময়কার প্রেসিডেন্ট হুসনি মোবরকের ভাষণ শুনছিলেন।
এডিট করে শুধু হুসনি মোবারকের জায়গায় মোদীকে বসিয়ে দেয়া হয়েছে। ফলে এখন দেখা যায়, মোদী ভাষণ দিচ্ছেন, আর একটি ছোট টেলিভিশনে ওবামা ও তার টিম সেই ভাষণ শুনছেন।
বিজেপির পার্লামেন্ট সদস্য সি আর পাত্তিলও এ ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তবে পাত্তিল স্বীকার করেছেন। বলেছেন, ছবিটি যে সাজানো ছিল এটি তিনি জানতেন না।