গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের অধীনে দ্রুতই আরেকটি জাতীয় নির্বাচন হবে। আশা প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
দলটির সংরক্ষিত নারী সাংসদ হতে ৯৬ জন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্য থেকে জাতীয় পার্টি ছয়টি আসন পাবে।
এরশাদ আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন আজ। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্বাসযোগ্য নির্বাচন হলে আরও বেশিসংখ্যক নারীকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন। তিনি আশার কথা শোনান যে, দ্রুতই বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।
এদিকে যথাযথভাবে সাক্ষাত্কার গ্রহণ করা হয় নি বলে অভিযোগ করেছেন নারী সাংসদ হতে আগ্রহী অনেকে। এ নিয়ে তারা ভীষণভাবে ক্ষোভও প্রকাশ করেছেন।
রাজশাহী বিভাগ থেকে আসা জাতীয় পার্টির নেত্রী বেগম সফুরা সরকার বলেন, ‘সাক্ষাত্কারের জন্য ডাকা হলেও কোনো সাক্ষাত্কার হয়নি। স্যার বলেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন যখন হবে, তখন সরাসরি নির্বাচনে অনেকে অংশ নেওয়ার সুযোগ পাবে।’
ক্ষোভ ঝাড়েন জাতীয় মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান রীতা নুনও। তিনি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘টাকা-পয়সা আর আকর্ষণীয় চেহারা এমপি হওয়ার পূর্ব শর্ত।’ তিনি দাবি করেন, গত ২৯ বছর ধরে তিনি পার্টি করছেন। ১৯৯৩ সালে তিনি জেলও খেটেছেন।
জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নাম নির্বাচন কমিশনে পাঠানো হবে।
London Bangla A Force for the community…
