ব্রেকিং নিউজ
Home / সিলেট / সিলেটের ঈদগাহে এবারও হচ্ছে না ঈদের জামাত

সিলেটের ঈদগাহে এবারও হচ্ছে না ঈদের জামাত

 

করোনা মহামারীর কারণে এবারও ঈদুল আজহার নামাজ সিলেটের ঈদগাহগুলোতে অনুষ্ঠিত হচ্ছেনা। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সিলেটের ঐহিত্যবাহী শাহী ঈদগাহসহ নগরের সবকটি ঈদগাহে ঈদের জামাত না করার সিদ্ধান্ত হয়।

রোববার (১৮ জুলাই) বিকেলে নগরভবনে শাহী ঈদগাহসহ অন্যান্য ঈদগাহ পরিচালনা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিলেট মহানগরের ছোট-বড় সব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত করা যাবে।

ঈদের জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ত্যাগের মহিমায় এ ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে কোরবানির ময়লা-আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।

সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

এর আগে করোনা সংক্রমণ রোধে ঈদুল ফিতরের নমাজও সিলেটের কোনো ঈদগাহে অনুষ্ঠিত হয়নি।