ব্রেকিং নিউজ
Home / সিলেট / করোনায় মারা গেলেন চিত্রশিল্পী অরবিন্দ দাস

করোনায় মারা গেলেন চিত্রশিল্পী অরবিন্দ দাস

 

করোনা কেড়ে নিলো চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত’র প্রাণ। রোববার (১৮ জুলাই) সকাল ১০ টা ২২ মিনিটে তিনি সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরবিন্দ দাসের ছাত্র চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন।

অরবিন্দ দাসগুপ্ত ছিলেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালা বিভাগের সাবেক প্রশিক্ষক। তিনি ১৯৭৩ সালে ঢাকা চারুকলা মহা বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত নবীন ও প্রবীণ চারুকলা প্রদর্শনীর শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও চিত্রকর্মের উপর অর্জন করেছেন বেশ কিছু পদক।

আরবিন্দ দাস নরেন্দ্র চন্দ্রহ দাস গুপ্ত ও কুমুদিনী দাস গুপ্ত দম্পতির সন্তান। তিনি ১৯৫৩ সালে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মাতুলালয় গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় বসবাস করতেন তিনি।

এ চিত্রশিল্পীর মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।