বাংলাদেশের এক তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরুর পুলিশ। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশি। গ্রেপ্তার ১২ জনের মধ্যে দুজন নারী।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ এ বিষয়ে গতকাল টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে। আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি।
গত মে মাসে বাংলাদেশের ওই তরুণীকে নির্যাতন করা হয়। এই ঘটনার ভিডিও যোগাযোগের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ।
London Bangla A Force for the community…
