ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডার ও সেনাবাহিনী সংশ্লিষ্ট ব্রিটেনের অতি গোপন নথি কেন্টের একটি বাস স্টপে পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫০ পৃষ্ঠার অতি গোপনীয় এসব নথি মঙ্গলবার এক ব্যক্তি কুড়িয়ে পেয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দেন।
নথিগুলোর একটি সেটে বুধবার কৃষ্ণ সাগরে ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের জলসীমায় ব্রিটিশ রণতরীর চলাচল নিয়ে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া আলোচনা করা হয়েছে।
আরেকটি নথিতে আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর সম্ভাব্য উপস্থিতি নিয়ে পরিকল্পনার কথা রয়েছে।
রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক কর্মী গত সপ্তাহে নথিগুলো হারানোর কথা জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’-কে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সেখানে কোনও ধরনের গুলির ঘটনা ঘটেনি। তাদের রণতরী ইউক্রেনের জলসীমায় ছিল। একই সময়ে ওই অঞ্চলে বন্দুক মহড়া হয় রাশিয়ার। জাহাজ লক্ষ্য করে ফাঁকা গুলি অথবা বোমা ছোড়া হয়নি।