পরপর টানা ৪ বার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। মহামারী করোনা ভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও ২০২০ সালের পরিসংখ্যানে এই পুরস্কার মিলল।
রাষ্ট্রপুঞ্জ এই তথ্য জানিয়েছে। বিশ্বের মোট ১৪৯ টি দেশে পর্যবেক্ষণের পর প্রকাশিত হয়েছে তালিকা। খতিয়ে দেখা হয় সেখানকার মানুষ কতটা সুখে আছেন।
দেশের জিডিপি, সামাজিক সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রার ভিত্তিতে বানানো হয়েছে তালিকা। করোনা অতিমারি বিশ্বের এক–তৃতীয়াংশ দেশকেই খারাপ দিকে গ্রাস করলেও অনেক দেশ ইতিবাচক ছিল। সেখানকার লোকদের এগিয়ে যাওয়ার মানসিকতা ছিল, তাই মারণ করোনাকে নিয়ে ততটা বিষাদে ছিলেন না ফিনল্যান্ডবাসী। তাই সেরার তালিকায় এল তারা।
তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। পরের তিনটি স্থান যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসের। এরপর আছে নিউজিল্যান্ড। শুধুমাত্র তারাই নন–ইওরোপীয় দেশ। বাদবাকি সেরা দশে ইওরোপের জয়জয়কার। অন্যদিকে, সবচেয়ে অসুখী দেশ নির্বাচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
পরিসংখ্যানই বলছে, সুখে থাকতে চাইলে চলে যান ফিনল্যান্ড।