রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন।
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজ রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় মোট সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে রোববার সন্ধ্যার দিকে বিস্ফোরণের বিকট শব্দে মগবাজার এলাকা কেঁপে ওঠে। এতে তিনতলা একটি ভবন ধসে পড়ে। তার আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ সময় পথচারী ও গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছন।
বিস্ফোরণের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত হাসপাতালে এসেছেন ৩০ জন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আহত হয়ে বার্ন ইউনিটে এসেছেন ১২ জন। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের দুজনকে আইসিইউ-তে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠানো হয়।