জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে ছাড়াই অনুষ্ঠিত হলো দলটির সংসদীয় সভা। নির্বাচিত সংসদ সদস্য হয়েও বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তারা।
রওশন এরশাদের গুলশানের বাসায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় এ বৈঠক। রওশনের নেতৃত্বে দীর্ঘ ৩ ঘন্টাব্যাপি এই বৈঠকে উপস্থিত ছিলেন ২৭ জন নব নির্বাচিত সংসদ সদস্য।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ ও আরো কিছু মন্ত্রী পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে দলের চেয়ারম্যান ও মহাসচিব কেন এই বৈঠকে উপস্থিত ছিলেন না তার কোন সঠিক জবাব দিতে পারেননি আনিসুল ইসলাম মাহমুদ।
এ ব্যাপারে জানতে চাইলে জাপা মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার বলেন, আমি বৈঠকের খবর জানতাম না। ওই সময় কুরআন তেলাওয়াতে ব্যস্ত ছিলাম।
London Bangla A Force for the community…
