প্রেম মানে না কোনও বাধা। কথাটি যেন আরও একবার সত্যি হলো। বয়সের পার্থক্য ৩৭ বছর। তবুও প্রেমে কোনো কমতি নেই তাদের। নেটিজেনদের সমালোচনা উপেক্ষা করে চুটিয়ে প্রেম করছেন ২৩ বছর বয়সী যুবক ও ৬০ বছর বয়সী প্রেমিকা।
জানা যায়, ওই যুবকের নাম ‘কিং’ কুরান। তার প্রেমিকার নাম ‘কুইন’ শেরিল। তার প্রেম দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। সেখানে বেশ কিছু ভিডিও করেছে এই জুটি। এসব ভিডিওতে তাদের নাচতে এবং চুম্বন করতে দেখা যায়।
তাদের প্রায় সব ভিডিওই ভাইরাল হয়ে গেছে। টিকটকে কুরানে ৪ লাখ ২০ হাজারের বেশি ফলোয়ার আছে। লাইক আছে ৬৮ লাখ।
কিন্তু এই জুটির ‘অসম প্রেম’ মেনে নিতে পারছে না নেটিজেনদের অনেকেই। তাই ট্রোলের শিকার হতে হচ্ছে তাদের। কেউ কেউ তাদের এই প্রেমকে ‘ঘৃণ্য’ বলেও বর্ণনা করছে। আবার অনেকে শেরিলকে ‘বুড়ি’ বা ‘পচনশীল’ চেহারার বলে মন্তব্য করছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এই জুটি বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। সেখানে জানতে চাওয়া হয়, তোমাদের পরিবার কি এই সম্পর্ক মেনে নিয়েছে? জবাবে তারা বলেন, হ্যাঁ।
London Bangla A Force for the community…
