ব্রেকিং নিউজ
Home / সিলেট / শাহজালালের মাজারে এবারও ওরস হচ্ছে না

শাহজালালের মাজারে এবারও ওরস হচ্ছে না

 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০২তম ওরস হচ্ছে না। করোনার সংক্রমণরোধে এবারও ওরস স্থগিতের কথা জানিয়েছেন দরগা-ই হজরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান।

শনিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফতেহ উল্লাহ আল আমান বলেন, ১ ও ২ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারও ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তদের দরবার শরিফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ নিয়ে সাতশ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওরস উদযাপন স্থগিত হলো শাহজালাল (রহ.) মাজারে। এবার ৭০২তম ওরস উদযাপনের কথা ছিল।