ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / আমেরিকা / ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ

 

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার বিক্ষোভকারী শনিবার ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে ইসরাইলবিরোধী ওই সমাবেশে অংশ নেন। খবর আরব নিউজের।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে বোমা হামলায় শতাধিক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়ে ইসরাইল যে মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধ করেছে, এ ব্যাপারে ইহুদিবাদী দেশটির নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান বক্তারা।

১১ দিনের ওই ইসরাইলি হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ কমপক্ষে ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন দুই হাজার ফিলিস্তিনি।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি) নামে একটি সংগঠন।

এএমপির নির্বাহী পরিচালক ওসামা আবু ইরশাইদ মার্কিন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ইসরাইলের নোংরা চেহারা, দখলদারিত্ব, অবৈধ কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধ ঢাকতে আপনাদের নির্লজ্জ সমর্থন বন্ধ করার দাবিতে লাখো মার্কিনি আজ এ বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছেন।