বৃটিশ বিলিয়নিয়র জেমি রুবেনের সঙ্গে এক পার্টিতে দেখা গেছে মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদেশিয়ানকে। প্রায় ১৯ বিলিয়ন পাউন্ডের মালিক জেমির বয়স মাত্র ৩৪ এবং তিনি এখনো একা। ফলে কিম কারদেশিয়ানের সঙ্গে তাকে মিলিয়ে এরইমধ্যে জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি নিজের স্বামী কেইন ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন কিম। এরপরই ৪০ বছরের কিমকে দেখা গেলো জেমির পার্টিতে। মুম্বাইয়ে জন্ম সিমোন রিউবেনের ছেলে জেমি। রিউবেন ভ্রাতাদের স¤পদের একটি বড় অংশের মালিক তিনি। তবে এটা জানা যায়নি, জেমি ও কিম কিভাবে নিজেদের মধ্যে পরিচিত হয়েছেন।
এখন যদিও তাদেরকে একই বন্ধুমহলে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এর আগে জেমিকে প্যারিস হিল্টনের সঙ্গে পার্টি করতে দেখা গেছে। প্যারিস হিল্টন কিমের পুরাতন বন্ধু। এছাড়া জেমি প্রিন্সেস বিট্রিসের বন্ধু এবং প্রধানমন্ত্রী বরিস জনসনেরও কাছের মানুষ।
London Bangla A Force for the community…
