বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, এই নির্বাচনের ফলাফলে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
দেশটির পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মেরি হার্ফ সোমবার রাতে এক বিবৃতিতে এ বিষয়ে বলেন, ‘এই নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকিগুলোর মধ্যে অধিকাংশ আসনেই নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ফলে এই সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন নয়।’
তাই একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উপায় খুঁজতে দুই প্রধান রাজনৈতিক দলকেই যত দ্রুত সম্ভব সংলাপে বসার তাগিদ দেন তিনি।
একই সঙ্গে নির্বাচন নিয়ে বিদ্যমান সহিংস রাজনীতির নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র।
রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে এ ধরনের সহিংস কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য দুই দলের প্রতিই আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা পরে নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন আইনশৃঙ্খলা নিশ্চিত করতে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব করতে হবে। পাশাপাশি সহিংসতার প্রতি সমর্থন প্রদান, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি সহিংসতায় প্ররোচিত করা, উসকানিমূলক বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শন করা থেকে তাদের বিরত থাকতে হবে।’
সেই সঙ্গে রাজনৈতিক মতামত প্রকাশে সকলের সমান সুযোগ তৈরি করে দেয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
London Bangla A Force for the community…
