ব্রেকিং নিউজ
Home / ব্রিটেন সংবাদ / ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে বিপাকে ব্রিটিশ পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে বিপাকে ব্রিটিশ পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্প্রতি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এক সমাবেশে কর্তব্যরত অবস্থায় এক নারী পুলিশ কর্মকর্তা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন। সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। পুলিশি পোশাক পর সমাবেশের লোকজনদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেওয়া সরকারি চাকরির পরিপন্থী একটি কাজ।

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী এক বিশাল সমাবেশের ভিডিও ফুটেজে ওই পুলিশ কর্মকর্তাকে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে।

এতে আরও দেখা যায়, ওই সমাবেশের পক্ষ থেকে তার হাতে একটি সাদা গোলাপ তুলে দেওয়া হয়। এ সময় এক আন্দোলনকারী তার সঙ্গে কোলাকুলিও করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে— ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। এ ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এর পরই দ্রুত বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়।