ব্রেকিং নিউজ
Home / ভারত সংবাদ / মৃত ভিক্ষুকের বাড়ি থেকে ট্রাংকভর্তি সাড়ে ১১ লাখ টাকা উদ্ধার

মৃত ভিক্ষুকের বাড়ি থেকে ট্রাংকভর্তি সাড়ে ১১ লাখ টাকা উদ্ধার

 

এক মৃত ভিক্ষুকের বাড়িতে পাওয়া গেল দশ লাখ রুপি! (বাংলাদেশি মূদ্রায় ১১ লাখ ৫৯ হাজার টাকা)

বিস্ময় জাগানো এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের মন্দিরের শহর খ্যাত তিরুমালায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, শ্রীনিবাসাচারি নামের এক ভিক্ষুক তিরুমালায় সেশাচালাম নামে এলাকায় বরাদ্দ পাওয়া একটি বাড়িতে বাস করতেন। ২০০৭ সাল থেকে সেখানে একাই থাকতেন তিনি। গত বছর শ্রীনিবাসাচারি মারা যান। বেশ কয়েকমাস বাড়িটি খালি পড়ে থাকার পর এটি পুনরায় বরাদ্দের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন তিরুমালা তিরুপাটি দেবাস্থানাম (টিটিডি)। টিটিডি ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা বাড়িটি ফের বসবাসের উপযোগী করতে কাজ শুরু করলে নোটভর্তি দুটি ট্রাংক উদ্ধার হয়। ট্রাংক খুলে এতে বিপুল পরিমাণ অর্থ চোখ ছানাবড়া হয়ে যায় তাদের। এতে অনেক বাতিল হওয়া নোট ছিল।

কর্মকর্তারা জানান, দুটি ট্রাংকে প্রায় দশ লাখ রুপি পাওয়া গেছে । এর মধ্যে বাতিল হওয়া ১ হাজার রুপির কিছু নোটও রয়েছে। ভিক্ষা করে এসব অর্থ জমিয়ে এভাবে লুকিয়ে রেখেছিলন হয়ত ওই ভিক্ষুক।

এই অর্থ জব্দ করে টিটিডির কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নানান কর্মকর্তারা।