গাইবান্ধার সাঘাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের সাঘাটা উপজেলার খোয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, রংপুরের বাবুপাড়ার সাইদুর রহমানের কলেজ-পড়ুয়া দুই মেয়ে বিথি ও রিতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার অনামিকা সাঘাটা উপজেলার খোয়ারঘাট সংলগ্ন মামার বাড়িতে বেরাতে এসে মঙ্গলবার দুপুরে যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। পরে নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে একজন পা ফসকে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গিয়ে তিনজনই পানিতে ডুবে যায়। পড়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
London Bangla A Force for the community…
