ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলেছে। গতকাল রবিবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের বেশি ফিলিস্তিনি মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এর মধ্যে ৫৮ জন শিশুও। আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমাল ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় তিনজন কোমলমতি শিশু আহত হচ্ছে।
গাজা উপত্যকা এলাকায় ১০ মে থেকে ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত ৩৬৬ শিশুসহ এক হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জ্যাসন লি প্রশ্ন রেখে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নেওয়ার আগে আর কতগুলো পরিবারকে প্রিয়জন হারাতে হবে? বাড়ির ওপর বোমাবৃষ্টি শুরু হলে শিশুরা কোথায় যেতে পারে?’
লি আরো বলেন, ‘গাজায় বসবাসকারী পরিবারগুলো ও আমাদের কর্মীরা বলছেন, তারা ভেঙে পড়ার মুহূর্তে চলে এসেছেন। তাদের আশ্রয় নেওয়ার জায়গা নেই আর খুব শিগগিরই এর কোনো সমাপ্তিও দেখা যাচ্ছে না। তারা যেন জাহান্নামের মধ্যে বাস করছেন।’
সূত্র: আলজাজিরা
London Bangla A Force for the community…
