ভারত থেকে ফেরার পর খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার পর অভিযুক্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এএসআই মোখলেছুর রহমান পিটিআইতে কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, ওই তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।
সোমবার কোয়ারেন্টিন শেষ হলে তিনি খুলনা সদর থানায় বাদী হয়ে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেছুরকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে খুলনার ১২টি স্থানে হোটেল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভারত ফেরত ৪১৪ জন বাংলাদেশি দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রয়েছেন
London Bangla A Force for the community…
