সিলেট বিভাগে গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৪২ জনের। একই দিনে করোনায় মারা গেছেন দুজন। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৩৭৭ জন, যার ৩০২ জনই সিলেট জেলার বাসিন্দা।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে সিলেট জেলায় ৪১ জন, হবিগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন আছেন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০২ জন মারা গেছেন। সুনামগঞ্জ জেলায় মারা গেছেন ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।
এদিকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্ত ১৮২ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ১১ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ২৪ ঘণ্টায় কারোনা আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি। তবে করোনার সংক্রমণঝুঁকি কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
London Bangla A Force for the community…
