ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / আমেরিকা / ওভাল অফিসে মাস্ক ছাড়াই বাইডেন, বললেন, ‘অসাধারণ দিন’

ওভাল অফিসে মাস্ক ছাড়াই বাইডেন, বললেন, ‘অসাধারণ দিন’

 

করোনাভাইরাসের টিকা যারা নিয়েছেন, তাদের ঘরে-বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার কোভিড-১৯ স্বাস্থ্যবিধির নতুন এই নির্দেশনা ঘোষণার পর প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজের ওভাল অফিসে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলেন।

তিনি বলেন, “আমেরিকার জন্য আজ অসাধারণ এক দিন।”

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনায় বেশিরভাগ জায়গায় ঘরের ভেতরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

তবে বাস, উড়োজাহাজ ও হাসপাতালের মতো আবদ্ধ জায়গায় ভিড়ের মধ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা বজায় থাকছে।

সামাজিক দূরত্বের বিষয়েও কড়াকড়ি শিথিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনায়।

পুরোপুরি টিকা নেওয়া হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোভিড স্বাস্থ্যবিধি শিথিল করার জন্য বাইডেনের প্রশাসনের ওপর চাপ ছিল।

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসছে হেমন্তে সেদেশের সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছেন ১৭ লাখ সদস্যের আমেরিকান ফেডারেশন অব টিচারস লেবার ইউনিয়নের সভাপতি।

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার পর এই আহ্বান জানানো হয়।