বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
টুইটে জো বাইডেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী জিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী সেসব নাগরিককে শুভেচ্ছা জানাই যারা নববর্ষ, বৈশাখী, সংক্রান্তি পালন করছেন।’
প্রসঙ্গত শুধু বাংলা নববর্ষ নয়, কাছাকাছি সময়ে আরও বেশ কয়েকটি দেশে সাড়ম্বরে স্বতন্ত্র বর্ষবরণের উৎসব পালিত হয়। টুইটে সে বিষয়টিও উল্লেখ করেছেন বাইডেন। লিখেছেন, ‘শুভ বাংলা, কম্বোডিয়ান, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই ও বিষ্ণু নববর্ষ।’
উল্লেখ্য, বর্তমান মার্কিন প্রশাসনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একজন ভারতীয়। খোদ প্রেসিডেন্ট জো বাইডেনের শিকড়ও ভারতে, মার্কিন ভোটের বাজারে এমন তথ্যও সামনে আসে। আর এমন তথ্য দিয়েছিলেন বাইডেন নিজেই।
২০১৩ সালে মুম্বাই সফরকালে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন জো বাইডেন। তিনি জানান, তার পূর্বপুরুষরা ভারতের মুম্বাই নিবাসী। পরে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, তার পূর্বপুরুষরা পাঁচ পুরুষ ধরে মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন।
২০১৩ সালে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি জানান, তার পূর্বপুরুষ জর্জ বাইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন ছিলেন। তিনি একজন ভারতীয় নারীর সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হন।