প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, আপনাদের নির্বাচিত সরকার হিসেবে আমরা সব অঙ্গীকার পালন করেছি। কোনো কোনো ক্ষেত্রে ওয়াদার চেয়ে বেশি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত এ ভাষণ শুরু হয়। যা বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের সময়ে সর্বোচ্চ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। মাথাপিছু আয় এক হাজার ৪৪ ডলার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৬০-৭০- ভাগ বেড়েছে। গার্মেন্টস কর্মচারীদের বেতন বেড়েছে। মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা হয়েছে। ১৬ লাখ কৃষককে বিনামূল্যে সার দেওয়া হয়েছে। সাক্ষরতার হার হয়েছে ৭১ ভাগ। আমি ওয়াদা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। সব জেলায় ইন্টারনেট চালু হয়েছে।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী এ ভাষণে দেশবাসীকে মহাজোট সরকারের নানা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরছেন।
London Bangla A Force for the community…
