ব্রেকিং নিউজ
Home / Uncategorized / এবার নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন ড. কামাল

এবার নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন ড. কামাল

60944_1৫ই জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বলেছেন, ৫ই জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচন চলমান সঙ্কটকে আরও ঘনীভূত করবে। চলমান সংঘাত সংঘর্ষের শ্বাসরুদ্ধকর রাজনৈতিক পরিস্থিতিকে আরও ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। জনসাধারণের জান মালের নিরাপত্তা, রুটি-রুজি-বেঁচে থাকার সংগ্রাম আরও হুমকির সম্মুখিন হবে। দেশের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। এই নির্বাচন বর্হিবিশ্বের কাছেও প্রশ্নবিদ্ধ। তারা এই নির্বাচন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। এই নির্বাচন দেশের মানুষ ও বিদেশীদের কাছে চলমান সঙ্কটকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করবে। বিবৃতিতে বলা হয়, চলমান সঙ্কট নিরসনে এখনই নির্বাচন স্থগিত করে সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সমন্বয়ে জাতীয় সংলাপের মাধ্যমে জাতীয় সঙ্কট উত্তরণে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর পক্ষে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান দপ্তর সম্পাদক নওয়াব আলী।