ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / সিলেটে পাঁচ ঘণ্টা পর পুনরায় বন্ধ হলো বাস চলাচল

সিলেটে পাঁচ ঘণ্টা পর পুনরায় বন্ধ হলো বাস চলাচল

পাঁচ ঘণ্টা পর সিলেটে ফের বন্ধ হলো বাস চলাচল

লকডাউনে দুদিন বন্ধ থাকার পর সিলেটে বাস চলাচল শুরুর পাঁচ ঘণ্টা পরই প্রশাসনের অনুরোধে ফের বন্ধ করা হয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচল শুরু করা হয়। তবে বেলা ১১টার দিকে পুলিশ প্রশাসনের অনুরোধের তা বন্ধ করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বাস চলাচল বন্ধ রাখা হলেও অন্য পরিবহনগুলো চালানো হচ্ছে। এ কারণে আমরা বাস চালানোর সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলায় আমরা পাঁচ ঘণ্টা বাস চালিয়েছি। কিন্তু প্রশাসনের অনুরোধে আপাতত বাস বন্ধ রেখেছি।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচলের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে জেলায় বাস চলাচল শুরু করেন তারা। এতে অফিসগামী মানুষের ভোগান্তি কমলেও অবশেষে তা বন্ধ করা হয়। তবে দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ আছে।

এদিকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানছেন না নগরবাসী। প্রায় ৫০ ভাগ মানুষই মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করছেন।

এছাড়া সিলেট নগরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও গত দুদিনের তুলনায় আজ বহুলাংশে বেড়েছে। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। পাশাপাশি ফুটপাতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।