করোনাভাইরাস পরিস্থিতিতে আসন্ন রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজনে নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের কাছে নোটিশটি পাঠান মুহাম্মদ তাজ জামে মসজিদের খতিব ও মুহাম্মদিয়া জামিয়ার গবেষক মুফতি আবুল খায়ের মুহাম্মদ আযীযুল্লাহ। তার পক্ষে মঙ্গলবার ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা তাজ নোটিশ পাঠান। এতে বলা হয়, ‘নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে গত ৫ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তির ৪ ও ৮ নং শর্ত প্রত্যাহার করে নিতে হবে। শর্ত প্রত্যাহার করা না হলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’