‘গণতন্ত্রের অভিযাত্রা’র কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হতে গেলে আজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়। তখন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, ‘দেশ আজ কোথায় যাচ্ছে। কত আলেম হত্যা করেছেন। কত অফিসারকে হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিল শেখ হাসিনা।
এসময় এক মহিলা পুলিশ বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইলে তিনি তাকে ধমক দিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ধাক্কাধাক্কি করবেন না। ধাক্কাধাক্কি বন্ধ করেন। আপনারা তো রাস্তায় থাকার কথা, বাড়িতে এসেছেন কেন, বের হয়ে যান। এ পর্যায়ে তিনি বলেন, আপনাদের অফিসার কই। তাঁকে বলবেন, আমার সাথে দেখা করতে। আজকে যারা এগুলো করছে তাদের চোখে একদিন পানি দেখতে হবে।
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, এরা সবাই গোপালগঞ্জের। একদিন গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যা এসব করছেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।