সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারাসহ বিএনপি ও জামায়াতপন্থি বেশকিছু আইনজীবী সমিতির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। যেকোনো সময় তাদের আটক করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
পুলিশ-ডিবি-এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যারা তাদের আটকের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবী সমিতি ভবনের তালা খোলার চেষ্টা করেছেন।
অবরুদ্ধ বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা এখানে অবরুদ্ধ আছি, সরকারি দলের লোকেরা পুলিশের সহযোগিতায় মহিলা আইনজীবী রেহেনা পারভীনসহ কয়েকজন আইনজীবীকে পিটিয়ে আহত করেছে।’
তিনি আরো বলেন, ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ আদালতে এ রকম ঘটনা নজিরবিহীন। আমরা এখন গ্রেপ্তার আতঙ্কের মধ্যে আছি।’
এদিকে সুপ্রিমকোর্টের তালা খুলে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা আইনজীবীদের ধাওয়া ও ভাঙচুরের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বাদল (৩০) নামে একজনকে আটক করেছে। তবে বাদল জানিয়েছেন, তিনি একজন হোটেলবয়।
কোর্টের চারিদিকে থমথমে অবস্থা বিরাজ করছে।