ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / বর্ণিল আয়োজনে হিলালপুর প্রিমিয়ার লীগের ১২তম আসর সম্পন্ন

বর্ণিল আয়োজনে হিলালপুর প্রিমিয়ার লীগের ১২তম আসর সম্পন্ন

বর্ণিল আয়োজনে গোলাপগঞ্জের হিলালপুর প্রিমিয়ার লীগের ১২তম আসর সম্পন্ন হয়েছে। ২দিনব্যাপী এই  খেলার উদ্বোধনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর অন্যতম পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, উক্ত টুর্নামেন্টের অন্যতম পৃষ্টপোষক ও ক্রিড়া ব্যক্তিত্ব জাকারিয়া আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিনিটি ব্যক্তিত্ব জাহাংগীর আহমদ ।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আহমেদ বলেন, হিলালপুর এমটি আদর্শ গ্রাম, ইতিমধ্যে অনেক স্বুনাম অর্জন করেছে, প্রচুর গুণীজন এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন এই গ্রামের গুণীজন, হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর মাধ্যমে সফলভাবে একটানা ১২ বছর যাবৎ হিলালপুর প্রিমিয়ার লীগ চালিয়ে যাওয়া সাধারণ ব্যাপার নয়। একটি গ্রামের জন্য বিরাট গৌরবের বিষয়। খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে  মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা, তাই সুস্থ মনের জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন।
১২ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে হিলালপুর সাউথ সিক্সার্স ( ম্যানেজার সাকের) এবং রানারআপ হিলালপুর নর্থ থান্ডার্স (ম্যানেজার আলমগীর) l

হিলালপুর প্রিমিয়ার লীগের ১২তম আসর সফল ও
সুন্দর করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী জাকারিয়া আহমেদ, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ জামিল আহমেদ, লন্ডন প্রবাসী খাইরুল ইসলাম সুজন, ফ্রাঞ্চ প্রবাসী ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সেক্রেটারি সাব্বির আহমেদ প্রমুখ l হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর পক্ষ থেকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে. একদল তরুণদের অক্লান্ত পরিশ্রমে ফলে এই খেলা সফল ও সুন্দর হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সুলেমান আহমেদ, সাকের ইসলাম, আজহার আহমেদ, আলমগীর হোসেন, নুরুজ্জামান রাজু, নাহিদ রহমান, শাহনেওয়াজ খান ও জিহান আহমেদ প্রমুখ.

হিলালপুর গ্রামের তরুনদের অত্যন্ত আগ্রহের একটি দিনে পরিনত হয়েছে হিলালপুর প্রিমিয়ার লীগ ( HPL) খেলার দিনটি। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে এই গ্রামের শিশু, কিশোর, যুবক এমনকি বয়স্করাও। এই খেলা শুধু তো আর খেলা নয় এটা হিলালপুর গ্রামের মানুষের মিলনমেলাও বটে। এই খেলার মাধ্যমে গ্রামের সবার মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রতি বছর এই খেলাকে সুন্দর করে, সফলভাবে সম্পন্ন করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
হিলালপুর নর্থ থান্ডার্স (ম্যানেজার আলমগীর) বনাম হিলালপুর সাউথ সিক্সার্স ( ম্যানেজার সাকের) মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয় l হিলালপুর নর্থ থান্ডার্স মোট রানঃ৮৫/৩ ওভার ৬, রাজু অর্জন করে ৬৩ রান, হিলালপুর সাউথ সিক্সার্স, মোট রানঃ৯০/০ ওভার ৪
শাহনেওয়াজ অর্জন করে ৪০ রান, ম্যান অব দ্যা ম্যাচঃ নাহিদ, হিলালপুর সাউথ সিক্সার্স ( ম্যানেজার সাকের) ১০ উইকেটে জয়ী, সর্বোচ্চ রান অর্জন করেন রাজু এবং সর্বোচ্চ উইকেট পতন করেন রমজান l

প্রেস বিজ্ঞপ্তি