যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ ও আনত্দর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশীরা। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে একুশের প্রথম প্রহর থেকেই পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল।
দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় এই দিবসের কারিগর বাঙালির ভাষা শহীদদের স্মরণ করতে অন্যভাষাভাষি মানুষজনও সমবেত হয়েছিলেন পূর্ব লন্ডনের শহীদ
ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল’র নির্বাহী জনবিগসের পুষ্পস্তবেরক অর্পণের মাধ্যমে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। হাইকমিশনার ও মেয়রের পর পুষ্পসত্দবক অর্পণ করেন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, লেবার পার্টি, যুক্তরাজ্য জাসদ, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গ্রেটার সিলেট কাউন্সিল, মহানগর বিএনপি, মহানগর আওয়ামীলীগ, ইতালি সমিতি, মাদারিপুর সমিতিসহ বিভিন্ন সংগঠনসহ শতাদিক সংগঠন।
রাত সাড়ে ১১টার পর থেকেই বিভিন্ন সংগঠন মিছিল সহকারে শহীদ মিনারে সমবেত হতে থাকে। স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষের উদ্যোগে এ সময় শহীদ মিনারের নিরাপত্তায় নেওয়া হয় বিভিন্ন ধরনের ব্যবস্থা। নিরাপত্তাকর্মীদের সহায়তায় বিভিন্ন সংগঠন সারিবদ্ধভাবে এগিয়ে গিয়ে পূষ্পচ্চবক অর্পণ করে শহীদ মিনারে।
ছোট ছোট ছেলে-মেয়েসহ অনেক দম্পতিও এসেছিলেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় বেধে নতুন প্রজন্মের অনেক ব্রিটিশ-বাংলাদেশীও শহীদ মিনারে এসেছিলেন তাদের শেকড়ের সন্ধানে।
এদিকে পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ব্রিটেনের ওল্ডহাম, বার্মিংহাম, লুটন ও নিউক্যাসেলসহ বিভিন্ন শহরে অমর একুশে উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে প্রতিটি শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল
Credit: ওয়ানবাংলানিউজ