ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেটে যুবরা বিশ্ব চ্যাম্পিয়ন: বার্মিংহামে ক্রীড়াপরিষদ ইউকে-’র উদ্যোগে মিষ্টিমুখ

ক্রিকেটে যুবরা বিশ্ব চ্যাম্পিয়ন: বার্মিংহামে ক্রীড়াপরিষদ ইউকে-’র উদ্যোগে মিষ্টিমুখ

দেশের যে কোন ক্রিকেট ইতিহাসে প্রথম বাংলাদেশের দামাল ছেলেরা অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে শক্তিশালী ভারতীয় দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করেছে। বাংলাদেশের এ জয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে-এর উদ্যোগে তাৎক্ষণিক এক মিষ্টিমুখ এর আয়াজন করা হয়। মিষ্টিমুখ অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বাংলাদেশী কমি্উনিটির বিভন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বাংলাদেশের এ বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন- এ বিজয়ে আমরা গৌরবান্বিত এবং বিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে বলে আমরা মনে করি। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল এর পরিচালনায় এ মিষ্টিমুখ অনুষ্ঠনে উপস্থিতি ছিলেন- কমরেড মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শাহ জমশেদ আলী, বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, কামাল আহমদ, সৈয়দ এলাহি হক সেলু, সাইফুর রাজা চৌধুরী জিলু, মাওলানা এনামুল হাসান সাবির, চৌধুরী হাফিজ আহমদ, সৈয়দ শহিদ আলী, শাকিল আহমদ, তাজুল ইসলাম, শুয়েব আহমদ, রনি প্রমুখ।

প্রবাসে বাংলাদেশের ক্রীড়াসহ যে কোন আনন্দ ও উচ্ছ্বাসে প্রতিবারের ন্যায় তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকেকে উপস্থিত সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।