ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / গোলাপগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদ অভিযান কাল

গোলাপগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদ অভিযান কাল

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ জানুয়ারি দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে

অনুষ্ঠিত সভা সর্ব সম্মতিক্রমে আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদ অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। বাজার কমিটিকে আজ ৪ জানুয়ারি মাইকিং করে উচ্ছেদ অভিযানের বিষয়ে জানিয়ে দিতে বলা হয়েছে। পৌরসভা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাজার কমিটিসহ সুশীল সমাজের উদ্যোগে এ অভিযান শুরু হবে।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, টি আই দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বাহক ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সুশীল সমাজের পক্ষে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, নাগরিক কমিটির সভাপতি এস এম মালেক, পৌর কাউন্সিলর এম ফজলুর আলম, জালাল আহমদ জানাল, জবান আলী, আব্দুল জলিল,জহির উদ্দিন সেলিম,মনোয়ারা ফেরদৌউস,মেহেরুন বেগম,সুফিয়া বেগম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিএনজি অটোরিকশা সমিতির সভাপতি মাখন মিয়য়, সাধারণ সম্পাদক পুতুল মিয়া, মাইক্রবাস লাইটেস্ট সমিতির সভাপতি লায়েক আহমদ, গোলাপগঞ্জ কাচা বাজার সমবায় সমিতির সভাপতি সেবুল আহমদ, সাধারণ সম্পাদক ময়নুল আহমদ, মাছ বাজার সমবায় সমিতির সভাপতি আজ্জাদ আলী, গোলাপগঞ্জ বনিক সমিতির সদস্য আফতাব আলী, দেলোয়ার হোসেন মাহবুব, সেলিম আহমদ, মুহিবুর রহমান, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুনু মিয়া, সেলিম আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনুসহ গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।