সিলেটের বিয়ানীবাজারে বরকে বহনকারী কারের নিচে চাপা পড়ে জান্নাত নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত ওই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। একই সাথে বরের ভাতিজিও।
নিহতের পরিবারের বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অবনী শংকর কর বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) বিয়ে করেন আলতাফ হোসেনের ছোট ভাই ফাহিম আহমদ। আজ সোমবার ছিল তার ওয়ালিমা। ওয়ালিমার অনুষ্ঠানে যোগ দেবার সময় অসাবধানতাশত বরবাহী কারের নিচে চাপা পড়ে জান্নাত। পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট প্রেরণ করেন। তবে সিলেট যাওয়ার আগেই পথিমধ্যে জান্নাত মারা যায়।
London Bangla A Force for the community…
