ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ‘ব্যাপক করাচুপি’র অভিযোগে এনে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনের চিত্র কিছুটা পাল্টেছে। বর্তমানে শতাধিক নেতাকর্মী নিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। আর বাইরে কড়া অবস্থানে রয়েছে পুলিশ।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মাত্র ১০-১২ জন নেতকর্মী নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
বেলা বাড়ার সাথে সাথে তার সঙ্গে এসে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিটি নির্বাচনে সদ্য পরাজিত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ দলটির শতাধিক নেতাকর্মী। এক পর্যায়ে মাটিতে বসে ইশরাক হোসেনকে হরতালের সমর্থনে স্লোগান দিতেও দেখা যায়।
পরে পুলিশ এসে সেখান থেকে তাদের উঠে যেতে বললে তারা কার্যালয়ের ভেতরে গিয়ে অবস্থান নেয়। বর্তমানে ছাত্রদল, যুবদল, মহিলাদল, ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইশরাক হোসেন।
এদিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে সকাল থেকেই যানচলাচল স্বাভাবিক রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন দেখা গেছে এছাড়া সাধারণ মানুষ ও পথচারীরদের মধ্যে হরতাল নিয়ে কোনো আগ্রহ বা আতঙ্ক লক্ষ্য করা যায়নি।
• News from: সারাবাংলা