ইভিএমে অনেক ত্রুটি ছিল। এরপর সেগুলো সংশোধন করে আমরা প্রস্তুতি নিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘ইভিএমে মক ভোটদান প্রদর্শনী অনুষ্ঠান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমাদের কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ইভিএম দেখভাল করেন। এবার আমরা আগে ভুলগুলো সংশোধন করে দক্ষতার সঙ্গে প্রস্তুতি নিয়েছি। ইভিএম নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট। কারণ ভোটাররা এর মাধ্যমে ভোট দিতে পারছে। তারা ভোট দেওয়ার একটা সহজ পদ্ধতি খুঁজে পেয়েছে। যারা ভোট পরিচালনা করছেন, তারাও বলছেন, এটি একটি সহজ পদ্ধতি।
তবে যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি, তার জন্য মানুষের সন্দেহও থাকে। এতে তারা অভ্যস্ত হয়ে গেলে তখন সহজ হয়ে যাবে।
London Bangla A Force for the community…
