অজ্ঞাতনামা দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে রাজধানীর খিলক্ষেতে পুলিশ। তাদের একজনের আনুমানিক বয়স ৩২ আর অপরজনের ৩০ বছর।
দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুজনের মরদেহ ‘গুলিতে ঝাঁঝরা’। তবে তারা ঠিক কোথায় এবং কীভাবে নিহত হয়েছেন এ বিষয়ে কিছু বলতে পারেননি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী যুবকের বুকের মাঝখানে একটি, পেটে চারটি ও পিঠে চারটি ক্ষতচিহ্ন রয়েছে।
আর ৩০ বছর বয়সী যুবকের বুকে তিনটি, ডান বগলে একটি, ডান হাতে দুটি, বাম হাতে দুটি এবং পিঠে একটি ক্ষতচিহ্ন রয়েছে।
দৃশ্যত গুলির চিহ্ন হলেও প্রতিবেদনে বলা হয়, আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সকাল ৭টায় লাশ দুটি উদ্ধার করে ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।